রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নোয়াখালী জেলার শ্রেষ্ঠ জয়িতা শামিমা আক্তার মেরী
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৯ PM
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালী জেলায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চাটখিল ও নোয়াখালী জেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন শামিমা আক্তার মেরী।

তিনি চাটখিল উপজেলার ৬নং পাচঁগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের অধ্যক্ষ মহি উদ্দিন এর সহধর্মীনী। তিনি শিক্ষা জীবন থেকে শুরু করে বিভিন্ন সেচ্ছা সেবী সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ আবদান রাখেন। এছাড়াও ঝরেপাড়া কমলমতি শিক্ষার্থীদের স্কুলমুখী করানো, একটিভ নারী কল্যানের পক্ষ থেকে শত শত নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রশিক্ষণ ও নগদ অর্থ প্রদানে সহযোগীতা করেন।

তাছাড়াও তিনি নির্যতীত বিধবা নারীদের, প্রতিবন্ধীদের, বয়স্কদের ভাতা প্রদানে বিশেষ ভাবে সহযোগীতা করে এসেছেন। এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলার সকল উপজেলায় যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের থেকে জেলা পর্যায়ে শামীমা আক্তার মেরীকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত