রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেশবপুরে শিশু ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সমন্বয় সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ PM
কেশবপুরে মানবাধিকার সংগঠন পরিত্রাণের আয়োজনে উপজেলার দলিত, আদিবাসি শিশু, যুব ও নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা, সক্ষমতা, নেতৃত্ব এবং মর্যদা প্রতিষ্ঠার জন্য ওয়াই মুভস প্রকল্পের সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় সোমবার বিকালে পরিত্রাণ এর প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভীনের সভাপতিত্বে গত তিন মাসের কার্যক্রম এর অগ্রগতি, চালেঞ্জ ও চালেঞ্জ মোকাবিলার উপায় সমুহ নিয়ে আলোচনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস। 

সমন্বয় সভায় উপস্থিত প্রতিনিধিরা শিশুদের ফ্র্রি ফায়ার এং পাবজি গেম এর প্রতি আসক্তির উদ্বেগ জানিয়ে এটি বন্ধের ব্যাপারে সরকারের এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেন।  সমন্বয় সভায় স্ব স্ব সংগঠনের প্রতিনিধিরা আগামী তিন মাসে শিশুদের স্বার্থ সংশ্লিতায় কে কি কাজ করবেন তার একটি পরিকল্পনা তুলে ধরেন। 

সমন্বয় সভায়  বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক কুন্তল বিশ্বাস, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন কুমার দাস, মনিরা খানম, সবুরুন্নেসা, মানব মন্ডল প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত