শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বেনাপোলে ৭ মাসের শিশু রেখে স্বামী-স্ত্রী'র আত্মহত্যা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩:১৬ PM
যশোরের বেনাপোলে দেনার দায়ে ৭ মাসের শিশুকে রেখে একই রশিতে ঝুলে ইয়ামিন হোসেন ও তানিয়া খাতুন নাম এক দম্পতি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার(১৫ই ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 

ইয়ামিন হোসেন বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং তানিয়া খাতুন উপজেলার 
সুবর্ণখালী গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

স্থানীরা জানান, গত ১ সপ্তাহ পূর্বে বাহাদুরপুর বাজারে বাসাটি ভাড়া নেন তারা। ইতোপূর্বে তারা যশোরে পুলের হাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির খাদিজা খাতুন নামে ৬ মাসের একটি কণ্যা সন্তান রয়েছে। 

শুক্রবার ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দ শুনে জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তারা আশেপাশের লোকজনকে খবর দিলে পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়া হয়। 

বাহাদূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে জানতে পারি এই দম্পতি অনেক ঋণগ্রস্ত ছিলো। জমি ঘরবাড়ি বিক্রি করেও ঋণ পরিশোধ না হওয়ায় তাদের ভিতর হতাশা বিরাজ করছিলো। আজ তাদের এই পরিনতি দেখে পরিবারের মাঝে শোক বিরাজ করছে। 

 বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দম্পত্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতাল পাঠানো হয়ে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত