সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সাটুরিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৩ PM
মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন (ঠান্ডু) (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১২টার সময় তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি, স্ত্রী ও দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন ঠান্ডু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। 

উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটুরিয়া থানার (ওসি) সফিকুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উপজেলার হরগজ ইউনিয়নের ঈদগাহ মাঠে জানাজা শেষে হরগজ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাননীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন,সাটুরিয়া উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হক, উপজেলার চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো,উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল বাশার, প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত