মহান বিজয় দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা নড়াইলে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
শুক্রবার দিবসটি পালন উপলক্ষে এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা, নড়াইল এর আয়োজনে এসএম সুলতান এর শিশু স্বর্গে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগীতায় ৩টি গ্রুপে শতাধিক শিশু শিল্পী তাদের ভাবনায় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন চিত্র তুলে ধরে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা, নড়াইল এর কিউরেটর তন্দ্রা মূর্খাজী এর সভাপতিত্বে এস এম সুলতান বেঙ্গল ও চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, চিত্রশিল্পী বলদেব অধিকারি, এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা, নড়াইল এর সহকারি কিউরেটর মেহেদী হাসান, চিত্রশিল্পী সমীর মজুমদার এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা এর প্রশিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগী ও অবিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।