নেত্রকোনার কলমাকান্দা খারনৈ ইউনিয়নের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৩১শে ডিসেম্বর) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আ: মালেক এর ছেলে জোনাঈদ হোসেন (৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে একই গ্রামের হাতেম আলীর বিরুদ্ধে মৃত জোনাঈদের পরিবার।
স্থানীয় তথ্য সুত্রে জানা যায়,১৬ বছর আগে প্রতিবেশী হাতেম আলী অভিযোগকারী আঃ মালেক মিয়ার বড় ভাই আঃ খালেক মিয়ার কাছ থেকে কিছু জমি সাব কাওলা মুলে খরিদ করেছিল। সেই থেকে আঃ মালেক আর হাতেম আলীর মধ্যে নানা ছুতোয় ধরে ঝগড়া বিরোধ লেগে আসছিল। এক পযায়ে আঃ মালেক দাবী করে বসে এই জমি তার। এরপর দুজনের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলতে থাকে। তারই জের ধরে এই হত্যার মত নির্মম ঘটনা ঘটে।
এদিকে কলমাকান্দা ভারপ্রাপ্ত ওসি ফয়জুল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেছি। বিবাদী হাতেম আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি,৬ জনকে বিবাদী করে মামলা রুজু করা হয়েছে।