ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষী ও মৎস্য জীবিতদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও বৈধজাল ও প্রদর্শনী মালামাল সহ উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এতে ৮০ জন মৎস্যজীবী ও মৎস্য চাষিদের এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস, নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন, ইউপি চেয়ারম্যান খোকন মিয়া প্রমুখ।