<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
হৃদয়ের যত্নে একমুঠো বাদাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪:৫৬ PM আপডেট: ২৬.০৪.২০২৪ ৫:০৩ PM
ব্যস্ত জীবনযাপনে নানা রোগ থাবা বসায় জীবনে। অস্বাস্থ্যকর জীবনযাপন, সময়ের অভাব, অনিয়মিত খাওয়াদাওয়া, অত্যাধিক ব্যস্ততা, মানসিক চাপ ইত্যাদি মিলিয়ে হৃদরোগের সমস্যা যেন ঘরে ঘরে। এছাড়াও অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি, বাইরের তেল-ঝাল খাবার বেশি খাওয়ার অভ্যাস বাড়ায় হৃদরোগের ঝুঁকি।  

তবে আপনি কি জানেন আপনার হৃদয়ের যত্ন নেবে একমুঠো বাদাম। স্বাস্থ্যকর ফ্যাট, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ বাদাম হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায়।

বাদামে রয়েছে প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাট। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এতে করে হৃদরোগের ঝুঁকি কমে।

এছাড়াও বাদামে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডস। এটি  হৃদযন্ত্র ও রক্তনালীর জন্য ভালো। রক্তে থাকা ‘ট্রাইগ্লিসারাইড’ নামক এক ধরনের ফ্যাট হৃদস্পন্দনে ব্যাঘাত ঘটায়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রক্ত থেকে এই ফ্যাটের মাত্রা কমায়। 
বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। রক্তে লিপিড প্রোফাইলের মাত্রা বাড়াতে ফাইবারসমৃদ্ধ বাদাম বেশ কার্যকর। ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

ভিটামিন ই সমৃদ্ধ বাদাম শুধু হৃদযন্ত্র ভালো রাখতে নয়, সর্বোপরি শরীরও রাখে সুস্থ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত