রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
রবিবার ৬ অক্টোবর ২০২৪
কেরানীগঞ্জে ফেনসিডিল ও মদসহ গ্রেফতার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৫:০৯ PM
ঢাকার কেরানীগঞ্জে ১৪৭০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশী মদসহ দুইজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতারকৃতরা হলেন, শেখ শফিজুল ইসলাম (৪৭) ও মোঃ মাসুদ রানা (৪২)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১জুন) দুপুরে র‌্যাব-১০, সদর দপ্তরের অধিনায়ক অ্যাডিশনাল ডি আই জি ফরিদ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি। কোরবানীর ঈদকে সামনে রেখে মাদকের একজন বড় ডিলার তার সঙ্গীয় ব্যবসায়ীদের সহযোগে বিপুল পরিমান ফেনসিডিল দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জে মজুদ করে রাখছে।

এমন সংবাদের ভিত্তিতে ১০জুন রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জে উত্তর পানগাও এলাকায় অভিযান পরিচালনা করে বাচ্চু ভুঁইয়ার একতলা বাড়ির সামনে রাখা একটি প্রাইভেট কারের ভিতরে  ৩৭০ (তিনশত সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে শফিজুল ইসলাম ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে শফিজুলের উক্ত ভাড়াকৃত একতলা বাড়ির একটি কক্ষ হতে আরো ১১০০ বোতল ফেনডিসিল ও ৪ বোতল বিদেশী মদসহ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শফিজুলের বিরুদ্ধে যশোর জেলার কেশবপুর থানায় ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ২টি মাদক মামলা এবং মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় ১টি মাদক মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত