ব্যক্তিগত জীবনে প্রচুর কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় স্বপ্নের মতো সাজানো সংসার।
জেনিফার
তারকাদের জীবনও কখনও কখনও হার মানায় সিনেমার গল্পকেও। অভিনেতা-অভিনেত্রীরা শুধুমাত্র তাদের কেরিয়ার নয়, পর্দার বাইরে তাঁদের জীবনের জন্যও খবরে থাকেন।
জেনিফার উইঞ্জেট
অভিনেত্রী কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে ভেঙে যায় নায়িকার। হাতে নাতে স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখে ফেলেন অভিনেত্রী।
জেনিফার উইঞ্জেট টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। বহু বিখ্যাত সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি তাঁর সৌন্দর্য নিয়েও চর্চার শেষ নেই।
জেনিফার উইঞ্জেট
‘দিল মিল গয়ে’, ‘বেহাদ’, ‘কহি তো হোগা’-র মতো একাধিক হিট সিরিয়ালে কাজ করেছেন জেনিফার। তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত।
খুব অল্প বয়সেই নিজের সহকর্মী করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন জেনিফার। তবে তাঁদের বিয়ের আয়ু ছিল মাত্র ১০ মাস।
সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন জেনিফার।
" align=
বিয়ের মাত্র বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ হয়ে যায় জেনিফার এবং করণের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জেনিফার নিজের এক বান্ধবীর সঙ্গে করণকে হাতে নাতে ধরে ফেলেন। তারপরেই বিচ্ছেদ।
সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন জেনিফার।
শোনা যায় অভিনেত্রী নাকি সবার সামনে করণকে চড়ও মেরেছিলেন। যদিও এ বিষয়ে করণ বা জেনিফার কেউই খুব একটা মুখ খোলেননি।
জেনিফার
জেনিফার আর বিয়ে করেননি। তবে জেনিফারের সঙ্গে আরও তিনবার বিয়ে করেছেন করণ সিং গ্রোভার। বর্তমানে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে তাঁর সুখের সংসার। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।