মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
যে রীতিতে অনন্ত-রাধিকার বিয়ে সম্পন্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১২:৪৮ PM আপডেট: ১৩.০৭.২০২৪ ১২:৫৬ PM
এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন। তিন ছেলে-মেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত।

দুটি প্রাক-বিবাহ অনুষ্ঠান সেরে শুক্রবার (১২ জুলাই) গুজরাটি রীতিতে মালা বদল করলেন অনন্ত-রাধিকা। অবশেষে চার হাত এক হলো তাদের। বিয়েতে সাদা লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। অন্যদিকে হালকা রঙের পোশাকেই বর সেজেছিলেন অনন্ত।

এদিন বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, হলিউড তারকাদের নিয়ে জমে উঠেছিল নবদম্পতির বিয়ের আসর। শুধু বর-কনেই নয়, নজরকাড়া সব লুকে হাজির হয়েছিলেন তারকারা।

ইতোমধ্যে অনন্ত ও রাধিকার বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ের পর বর-কনের হাস্যোজ্জ্বল মুখ রীতিমতো নজর কাড়ে সবার। বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা। এ মুহূর্তটিকে সুরের জাদুতে আরও আবেগী করে তোলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী ১৪ জুলাই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত