রঙ তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুরের সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের চারপাশের দেয়াল সহ উপজেলার বিভিন্ন সড়ক ও অলিগলি।
বাহারি রঙের সমন্বয়ে দেয়ালে দেয়ালে এখন রঙের মেলা। কল্পনার এক দেশকে বাস্তবে রূপ দিচ্ছে একদল তরুণ-তরুণী। মনের মাধুরি মিশিয়ে একের পর এক নোংরা দেয়াল ধুয়ে মুছে পরিস্কার করে আঁকছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন চিত্র।
রঙিন সাজে সজ্জিত দেয়ালে আছে ফুল, পাখি আর নানা শব্দের উচ্চারণ। এসব দেখে মনে হবে অনেকদিনের জমানো কথা লিখে রেখেছেন শিক্ষার্থীরা। আপনাকে কিছুক্ষণের জন্য যান্ত্রিক জীবন থেকে মুক্তি দেবে এসব দেয়াল চিত্র।
এছাড়াও এবার স্বাধীনতা রক্ষা করার পালা, স্বাধীন বাংলার স্বাধীন গান, দিয়েছি রক্ত-দিয়েছি প্রাণ, বল বীর বল উন্নত মম শির, ৫২ তো ভুলি নাই-২৪ কে ভুলব কেন, উই আর ওয়ান, রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি বিজয়, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করবো লোপাট- এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে।
এছাড়াও সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
শিক্ষার্থীরা বলেন- আমরা নতুন করে, নতুন রুপে আরেকটি বাংলাদেশের সৃষ্টি করেছি। দুর্নীতিমুক্ত ও সাধারণ মানুষ যেন স্বাধীনভাবে তাদের কথা বলতে পারেন তার জন্য আমরা এ আন্দোলন করেছি। এই আন্দোলনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা এই দেয়াল চিত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি।