মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নড়াইলে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:৪৯ PM
নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন কে ক্লোজড করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

থানা সূত্র জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ ২৯০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা করেন।

ফেসবুক স্ট্যাটাসে মামলার বাদী ও সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু অভিযোগ করেন, আমার করা নাশকতার মামলার এজারভুক্ত আসামি এড়েন্দা গ্রামের জিল্লুর রহমান কে গত ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন আটক করে ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন। এ ঘটনার পরের দিন ৬ জুলাই বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করে ঘটনার সত্যতা পায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, বিষয়টি প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত