হাতিরঝিল এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মহিলা পরিষদ জানায়, নিহত নারী সাংবাদিক রাহানুমা সারাহ তার স্বামী সায়েদ শুভ্রর সঙ্গে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। সোমবার (২৬ আগস্ট) রাহানুমা সারাহ তার অফিসে যান। রাতে বাসায় না ফিরে বাসা ভাড়ার টাকা এক ব্যক্তিকে দিয়ে স্বামীর কাছে পাঠিয়ে দেন। নিহত রাহানুমার স্বামী তাকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) গভীর রাতে হাতিরঝিল এলাকায় পথচারীরা রাহানুমার নিথর দেহ পানিতে ভাসতে দেখতে পায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ নারী সাংবাদিক রাহানুমা সারাহ’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার রহস্য উদঘাটনপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। সেই সঙ্গে নারী ও কন্যার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নারী ও কন্যারা বিভিন্ন সহিংতার শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাজীবী নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন।