প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান৷
বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমী লঘুচাপ ও ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধোলাই, মনু, খোয়াই, গোমতী, মুহুরী, ফেনী, হালদা নদীসমূহের পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
এ লক্ষ্যে বন্যার্তদের সহযোগিতার্থে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।