বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
আদালতে পলকের অঝোরে কান্নার কারণ জানালেন আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৪৬ PM
ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) সকালে তাকেসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বৃষ্টিময় সকালে তাদের আদালতের হাজত খানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া ১০টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। 

এসময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। শুনানি শেষে হাজত খানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায়।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক ভাইকে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।

প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। ৬ আগস্ট সরকার পতনের পরদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের চেষ্টাকালে পলককে আটক করা হয়। বিমানবন্দরের একটি গোয়েন্দা ইউনিট তাকে শনাক্ত করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত