সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
সোমবার ১১ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান দুদুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১:৪৭ PM আপডেট: ৩০.০৮.২০২৪ ২:১৫ PM
ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শুক্রবার (৩০ আগস্ট) প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন।

বক্তব্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের স্থায়ীত্ব রক্ষা করার কথাও বলেন তিনি৷ যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নয় উল্লেখ করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান বিএনপির এই নেতা৷ একইসঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন তিনি।

তিনি বলেন, এই সরকার আমাদের ভালোবাসার সরকার। আদরের সরকার। এ জন্য ভালোবাসার লোকের স্থায়িত্বটা রক্ষা করতে চাই। আপনি যে যে কাজ করেন না কেন, যত পরিকল্পনা মাথায় থাক না কেন; ভোটাধিকার দেন।  

এসময় জামায়াতের নির্বাচন প্রসঙ্গ টেনে দুদু বলেন, কেউ কেউ বলছে, বন্যা ভাসছে দেশ, এখন নির্বাচনের দরকার নাই। যারা যেমন, তারা তেমন কথাই বলবে বলে আমার ধারণা। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলে ১৯টা সিট পায়। আওয়ামী লীগের সঙ্গে থাকলে তিনটা সিট পায়। তারা ভোট তো ভয় পাবেই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত