মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
ভারতে পালানোর সময় ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২০ PM
সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান (৩৫)।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ৩ আগস্ট শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে।

ডিবির পরিদর্শক (তদন্ত) হাশমত আলী গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন খবর পেয়ে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়। স্থানীয় পুলিশের সহযোগিতায় আজ ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত