মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাজী কারাগারে
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৬ PM
মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে হুমকি দিয়ে প্রায় ১১ মাস জেল খাটা সেই মাহমুদ কাজী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে গেছেন। 

সোমবার বরিশাল সাইবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থণা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে মাহমুদ কাজীকে কারাগারের পাঠানো আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইবুনালের বেঞ্চ সহকারি নাজমুল হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ার দেবত্র গ্রামের সালমা আক্তার নামে এক নারী ২০২৩ সালে মাহমুদ কাজীসহ ৫ জনের নামে বরিশাল সাইবার আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। 

থানা পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর আদালত মাহমুদ কাজীসহ ওই মামলার অন্যান্য আসামিদের প্রতি সমন জারি করেন। সোমবার ধার্য তারিখে মাহমুদ কাজী, আলকাজ ও চম্পা বেগম আদালতে জামিনের আবেদন করেন। 

বিজ্ঞ আদালত আলকাজ ও চম্পা বেগমের জামিন মঞ্জুর করেন এবং মাহমুদ কাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত