শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সারে ১১ টার দিকে উপজেলার সুতিয়ার পাড় এলাকা থেকে অটো গাড়ীতে করে ভারতীয় চিনি বহন করার পথে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়া মসলা ও ১ টি অটো গাড়ীসহ মো: সুরুজ আলী (৩৫) পিতা- মৃত জবেদ আলী, মাতা- বানেছা খাতুন সাং- মাদারপুর, উপজেলা শ্রীবরদী, জেলা শেরপুরকে গ্রেপ্তার করা হয়।
মামলা রুজু'র পর রবিবার আসামীকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া সাংবাদিকদের জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।