বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
কালিহাতীতে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৭ PM
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, তিনদিন ধরে নিখোঁজ ছিলো জিহাদ, রোববার বেলা ১২ টার দিকে মার্কেটের একজন কর্মচারী পিছনে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে জিহাদের লাশটি দেখতে পান। পরে মার্কেটের অন্যান্য লোকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পরে লাশটি পুলিশ উদ্ধার করে।

কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। 

ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত