শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে শিক্ষকসহ সহোদর দুই ভাইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার ভায়াডাঙা বাজারের প্রায় এক কিলোমিটার সড়কের দু"পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন, টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ, নিহত শিক্ষক শরিফুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শষী খাতুন প্রমূখ।
বক্তা ও মানববন্ধনে অংশ গ্রহণকারী বলেন, তুচ্ছ ঘটনায় মালাকোচা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন গত ২৪ আগষ্ট সকালে লোকবল নিয়ে হামলা চালিয়ে ইউনিয়ন শ্রমিক দলের নেতা লিটন মিয়া ও তার ছোট ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলামকে ধারালো অস্ত্র
দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর তাদেরকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় লিটন মিয়া। ঘটনার ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিক্ষক শরিফুল ইসলাম। এ ব্যাপারে থানায় আলতাফ হোসেন শিরা সহ ৩৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হযেছে। আসামীরা গ্রেফতার না হওয়ায় নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এতে টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়, টেংগড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্ত শিশু নিকেতন কিন্ডার গার্ডেন, রানীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়, রানীশিমুল দাখিল মাদরাসা, হালিমা আহসান টেকনিক্যাল কলেজ, শাহজালাল কেজি ও ভায়াডাঙা মিলিটারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।