গাজীপুরের বাঘের বাজার এলাকায় মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধি, হাফ বেলা ছুটি, মোবাইল নিয়ে কারখানায় প্রবেশসহ বিভিন্ন দাবীতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেে রখেছে।
এসময় সড়কের উভয় পাশে ৫ কিলো মিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে গাজীপুরের জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় ওই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করে তাদের দাবী পূরণ করে নিয়েছে। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী জানিয়ে আসলেও তারা তা পূরণে উদাসীন। তাই আমরা আমাদের দাবী আদায়ে আন্দোলন করছি।
তাদের দাবীগুলো হলো হাজিরা বোনাস ১০০০ টাকা করতে হবে, নাইট বিল ১০০ টাকা, কারখানায় মোবাইল নিয়ে প্রেবেশের অনুমতি দিতে হবে, হাফ বেলা ছুটি অথবা দুই ঘন্টা গেইট পাশ নিলে হাজিরা বোনাস কাটা যাবে না, অসুস্থ হলে কারখানার মেডিকেল সেন্টারে বিশ্রামে না রেখে ছুটি দেওয়াসহ বিভিন্নদাবীতে তারা অবরোধ করে।
সকালে সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা কারখানার সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ শুরু করে। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী, সাধারণ মানুষ ও চালকেরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন বলেন, কারখানায় প্রবেশে যেসব শ্রমিকের কোনো লেইট নেই এবং নিয়মিত কাজ করে, তাদেরকে প্রতিমাসে ৭৫০ টাকা অতিরিক্ত হাজিরা বোনাস দিচ্ছে বিভিন্ন পোশাক কারখানা। আমি মনে করি এটা শমিকদের অধিকার এবং যৌক্তিক দাবী।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (বাঘের বাজার জোন) সুমন মিয়া জানান, সকাল সাড়ে ৮ টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভক করছে। আমরা চেষ্টা করছি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি।
এসব বিষয়ে মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।