দেশজুড়ে দিনভর যে বৃষ্টি দেখা যাচ্ছে তা শুক্রবার থেকে কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বৃহস্পতিবার সকালে বলেন, বৃষ্টি থাকবে না এমন না, তবে কালকে থেকে কমে আসবে। এরপর তাপমাত্রা বাড়তির দিকে যাবে।
অক্টোবরের ১/২ তারিখের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি।
গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টি ঝরছে। টানা দুইদিন থেমে থেমে ঝরা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কুষ্টিয়ার কুমারখালীতে।
রাজশাহীতে ১০১, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯০, পাবনার ঈশ্বরদীতে ৮৭, নোয়াখালীর হাতিয়ায় ৮২, যশোরে ৭৭ ও কিশোরগঞ্জের নিকলিতে ৭৫ মিলিমিটারসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে।
২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয় অতিভারি বৃষ্টিপাত।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে পূর্বাভাসে।