মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
যৌন হেনস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৫৮ PM আপডেট: ০২.১০.২০২৪ ১:১৬ PM
এই মুহূর্তে যৌন হেনস্তার একের পর এক অভিযোগ নিয়ে তোলপাড় চলছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে। এরই মধ্যে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। 

হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রীও। তবে প্রতিবাদ করতে পারেননি। বরং তিনি চুপ করে থাকতেই বাধ্য হয়েছেন। 

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। 
ভূমি বলেন, বহু যুগ ধরে অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এ বার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে প্রতিবাদ করতে হবে। তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তারা।

এই নায়িকা আরও বলেন, দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনও না কোনও ভাবে হেনস্থার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে রোজের জীবনযাত্রার উপর। যা একেবারেই উচিত নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভূমির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, এক অ্য়াওয়ার্ড শো’তে হাজির হয়েছেন ভূমি। তার পরনে এক আজব পোশাক। 

পোশাকের উপরিভাগ, বুকের কাছে স্বচ্ছ কাচের মতো। আর তার মধ্যেই খেলা করছে দুই নকল সাপ! 
ভূমির এই ব্লাউজ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিদ্রুপ শুরু হয়। হঠাৎ এমন পোশাক পরার কেন শখ জাগল অভিনেত্রীর, সেই প্রশ্নেই এখন বিদ্ধ তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত