শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ঢাবি এলাকায় ছাত্রলীগ পরিচয়ে বেপরোয়া গ্যাং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিয়মিত ছিনতাই, মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। 

এসব ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ আছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ছাত্রলীগ। এ ছাড়া এ অপরাধ প্রতিরোধে পুলিশেরও তেমন তৎপরতা নেই।

গত দুই সপ্তাহে ঢাবি ও তার আশপাশের এলাকায় ছিনতাই, মারধর, শ্লীলতাহানির বেশ কয়েকটি ঘটনার তথ্য পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা উপলক্ষে এই এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটবে। তখন অপরাধের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সাধারণ শিক্ষার্থীদের।

সাধারণ শিক্ষার্থী ও ভাসমান দোকানিদের ভাষ্য, টিএসসি, কলাভবন, শ্যাডো, স্মৃতি চিরন্তন, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। তারা ইদানীং বেপরোয়া হয়ে উঠেছে। চক্রের সদস্যরা নিজেদের ঢাবির শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্যাং   ঢাবি   ছাত্রলীগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত