ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হাজার হাজার কারাবন্দিকে ক্ষমা করেছেন। তাদের মধ্যে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিক্ষোভকারীরাও রয়েছেন। আজ রোববার ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ’র বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইআরএনএ’র প্রতিবেদন অনুযায়ী, ইরানে আটক হয়েছেন এমন দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর হবে না। এ ছাড়া দুর্নীতি, বিদেশি সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি, বিদেশি এজেন্টের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ, ইচ্ছাকৃতভাবে হত্যা ও ক্ষতি সাধন এবং রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগ অথবা দেশের জন্য বিপজ্জনক এমন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত এমন ব্যক্তিরা এ ক্ষমার আওতায় পড়বেন না।
খামেনির কাছে দেওয়া এক চিঠিতে বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই বলেন, সাম্প্রতিক সময়ে শত্রুদের প্ররোচনা ও অপপ্রচারের কারণে অনেক মানুষ, বিশেষ করে তরুণরা ভুল কাজ ও অপরাধ করেছে।
এদিকে বিচার বিভাগের উপপ্রধান সাদেক রাহিমি বলেন, যারা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় এবং এ ধরনের কাজ পুনরায় করবে না—এমন লিখিত বক্তব্য দেয়নি তাদের ক্ষমা করা হবে না।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |