চুয়াডাঙ্গা জেলা খাদ্যগুদামে আসা গমের ট্রাকের মধ্যে মিলেছে বালির বস্তা আর পাথর। আজ রোববার দুপুরে ট্রাক থেকে গম আনলোডের সময় বালির বস্তার সন্ধান পাওয়া যায়।
চুয়াডাঙ্গা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ টন গম চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই চালানে প্রায় ১০০ টন গম ভোররাতে এসে পৌঁছায়। এরপর ট্রাকভর্তি গমের পরিমাণ নির্ণয় করে নামানো শুরু হয়। একপর্যায়ে ট্রাকের ভেতর থেকে পাওয়া যায় বালির বস্তা। ধারণা করা হচ্ছে, ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালি আর পাথর দিয়ে তা সমন্বয় করার চেষ্টা ছিল।
তিনি জানান, বিষয়টি বিভাগীয় পর্যায়ে জানানো হয়েছে। ঠিকাদাররা বিভাগীয় পর্যায়ের। তাই বিভাগীয়ভাবেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |