ছাগলগুলো
কয়েক বছর আগে নির্মিত দেয়াল
ভূমিকম্পন উপেক্ষা করে
সামান্য ঝড়ে কেঁপে ওঠল
ভিত্তিহীন দুর্বল দেয়ালের শরীর থেকে
ঝরে পড়ছে চুন রঙ
ফাটল থেকে দলবেঁধে বের হচ্ছে
কুৎসিত কালো পিপীলিকা
গোশালা থেকে রশি ছিঁড়ে
ব্যা ব্যা ডেকে বের হয়ে যাচ্ছে
ছাগলগুলো
পাশেই সোনালি ধানক্ষেত
ছাগালগুলো বোঝে না ফসলের দাম!