বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
সাভারে বংশী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬:০৪ PM
সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাড়ে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাটের বংশী নদীর তীরে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কয়েক বছর যাবত আশুলিয়ার নয়ারহাটের বংশী নদীর তীর দখল করে কিছু রাজনৈতিক ব্যক্তি দোকানপাট ভাড়া দিয়ে চাঁদা আদায় করছিলেন। হাইকোর্ট কিছু দিন আগে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। পরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে ভেকু দিয়ে প্রায় ৯১টি স্থাপনা গুড়িয়ে দিয়ে পঞ্চাশ শতাংশ জমি উদ্ধার করা হয়। নতুন করে কেউ এসব স্থাপনা আবার দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

স্থানীয়রা অবৈধ এসব দখলবাজ রাজনৈতিক ব্যক্তিদের নাম প্রকাশ করে তাদেরকে কঠোর ভাবে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। উচ্ছেদ অভিযানে এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাভার   স্থাপনা   উচ্ছেদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত