রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
যুদ্ধ ইস্যু: ইউক্রেন-চীন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:০৮ PM
ইউক্রেন-রাশিয়ার তীব্র লড়াই অব্যাহত থাকার মাঝেই চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে ফোন করেছেন। ফোনালাপে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বেইজিং উদ্বিগ্ন বলে জানান তিনি। মস্কোর সঙ্গে একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনার আহ্বানও জানিয়েছেন কিন গ্যাং।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কিন গ্যাং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে টেলিফোনে আরও বলেছেন, চীন শান্তি আলোচনার অগ্রগতি দেখতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন ইউক্রেন ইস্যুতে একটি উদ্দেশ্যমূলক ও ন্যায্য অবস্থানে থেকে সমর্থন করেছে।’ চীনের এই মন্ত্রী আরও বলেন, চীন ‘শান্তি প্রতিষ্ঠায় আলোচনার অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ শান্তি আলোচনার জন্য পরিস্থিতি তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানান তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবাও টুইটারে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতার নীতির তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন তারা।’

বৃহস্পতিবার চীনের এই ফোনকল এলো যখন ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে বেইজিং ১২-দফার প্রস্তাব দিয়েছে। এর আগে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে অগ্রণী ভূমিকা পালন করেছে চীন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে। এখনো যুদ্ধ থামার লক্ষণ নেই। এদিকে, যুদ্ধের কারণে থেমে গেছে বিশ্ব অর্থনীতির চাকা। দেশে দেশে বেড়েছে জ্বালানিসহ সব পণ্যের দাম।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে রাশিয়া সফর করবেন। যদিও এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের দিন নিশ্চিত করেনি কোনো পক্ষই।

বাবু/এনএইচ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুদ্ধ   ইউক্রেন   চীন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত