জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক ছিলেন। তিনি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসরে যান।
কামরুল ইসলাম অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন। তিনি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য।
এছাড়াও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তিনি।
তার মৃত্যুতে ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন।
এতে বলা হয়, ইআরএফ নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য শাহ আলম নুর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোয়াখালীর সুনাইমুরি উপজেলার আইচাপাড়া গ্রামে তাকে দাফন করা হবে বলে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
বাবু/মম