ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে আবারো সভাপতি পদে মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি পদে মো. মফিজুর রহমান খান বাবু নির্বাচিত হয়েছে।
সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে মো. মফিজুর রহমান খান বাবু ও সহ-সভাপতি পদে এস এম মোশারফ হোসেন।
গত রোববার জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়াম হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সম্পাদক পদে পলি খান, কোষাধ্যক্ষ পদে মো. মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, গোলাম নবী, ফজলুল হক বাবু, মো. সাজেদুল ইসলাম (রাজু শিকদার), জয়নাল আবেদীন, আসলাম ইকবাল ও মনিরুল ইসলাম মানিক।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিশন সভাপতি মনজুরুল আহসান বুলবুল।