<
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
বাগেরহাটে আটক ১১ জুয়াড়ি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩, ৭:৩১ PM

অনলাইন ও অফলাইনে জুয়া খেলা অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।


শনিবার রাতে উপজেলার চরচিংগুলি বাজারে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০ টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।   


আটককৃত জুয়াড়িরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চরচিংগুলি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ (৩১), আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু (২৫), বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ (২০), নজির শেখের ছেলে জনি শেখ (২০), রফিক পাইকের ছেলে ফজর পাইক (২৬), সামসু শেখের ছেলে আমিনুল শেখ (২৪), কবির শেখের ছেলে, ইমরান শেখ লাবু (২১), রশিদ শেখের ছেলে মারুফ শেখ (৩৮), ওহাব শেখের ছেলে রিপন শেখ (২৫),  একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ (২৫)।


বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল জানান, আমাদের কাছে খবর আসে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চরচিংগুলি বাজারে একদল যুবক নিয়মিত অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলছে।


এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিংগুলি বাজারে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০ টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর রবিবার দুপুরে আটক এসব জুয়াড়িদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আটক  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত