<
শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার ২৭ জুলাই ২০২৪
৫৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:১৭ AM

রাজধানীর বিমানবন্দর ও বনানী এলাকায় বিদেশি মদ সাপ্লাইয়ের অভিযোগে মো. মনির হোসেন (২৮) নামে এক মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ৫৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৫) সন্ধ্যায় কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।


তিনি বলেন, ৫৬ বোতল বিদেশি মদসহ মনিরকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কড়াইল বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। মনির দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ সরবরাহ করে আসছিল। এমন গোপন খবর আসার পর বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল।


সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে, মনির বিমানবন্দর কেন্দ্রিক একটি চক্র থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে গুলশান ও বনানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করবে। এই তথ্য আসার পরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত