দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রতন’কে সম্মাননা প্রদান করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ শুক্রবার ডিআরইউ'র নজরুল হামিদ মিলনায়তনে সংগঠনটির ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সদস্যদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সন্মাননা প্রদান করেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। সে সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজেসহ নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।
সম্মাননা বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম রতন বলেন, ‘১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত সংগঠনটি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমি এই সম্মাননা পেয়ে নিজেকে সম্মানীত ও গৌরবান্বিত বোধ করছি।