সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
সোমবার ১১ নভেম্বর ২০২৪
নরসিংদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ২:৪৯ PM আপডেট: ১৮.১১.২০২৩ ৩:৫০ PM
নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেস ক্লাবের হল রুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ এর স ালনায় সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া ও মোস্তফা কামাল সরকার, সিনিয়র সহ সভাপতি আসাদুল হক পলাশ, সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল সরকার, বাদল কুমার সাহা প্রমুখ। 

সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুণ কবীর শাহ ও বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন। 

সভায় আলোচনা পর্যালোচনা শেষে বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। 

এছাড়া নরসিংদী প্রেস ক্লাবের নতুন অর্ন্তভূক্ত ১০ জন সাধারণ সদস্যের নেওয়ার সিদ্বান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করার পর থেকে ৩৬ বছর পূর্ণ হওয়ায় তিনজন সিনিয়র সদস্যকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়। তারা হলেন বাদল কুমার সাহা, আব্দুর রহমান ভূইয়া ও মোস্তফা কামাল সরকার। আগামীকাল রবিবার প্রেসক্লাবের কায্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত