নীলফামারীর ডোমারে ১৬ মাস বয়সী মাসুদ রানা নামে এক শিশুর পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। শিশু মাসুদ রানা উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী আলশিয়া পাড়ার জামিরুল ইসলাম ও মনিরা বেগম দম্পতির একমাত্র ছেলে।
রবিবার (১৯নভেম্বর) দুপুরে বসতবাড়ীর সংলগ্ন পুকুরে দূর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির দাদী আমেনা বেগম জানান, বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে কাজ করছি। মাসুদ ও আমার আরেক ছেলের তিন বছর বয়সী শিশু পুত্রের সাথে খেলছিল। সেসময় বাড়ীর পার্শ্বের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ হচ্ছে,তারা ট্রাক্টর দেখছে। ছেলেটি কখন যে পুকুরের পানিতে পড়েছে বুঝতে পারিনি। যোহরের আযানের পর দেখতে পাই মাসুদ পুকুরের পানিতে ভেসে আছে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।