শ্রম আইন লঙ্ঘনের মামলায় আবারও নিজেকে নির্দোষ দাবি করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২০ নভেম্বর) শ্রম আদালতে স্বশরীরে হাজির হন গ্রামীন টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস। এরপরই তার পক্ষে জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবীরা।
যুক্তিতর্কে শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে ড. ইউনূসের কোনো সম্পৃক্ততা ঘটেনি বলে আদালতকে জানান তার আইনজীবীরা।
এর আগে গত ১৬ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থান শেষ হয়।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।