সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
সোমবার ১১ নভেম্বর ২০২৪
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৩:৩০ PM আপডেট: ২০.১১.২০২৩ ৩:৩২ PM
নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়, নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামানসহ অনেকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায় জানান, জেলায় ১০ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ১৫ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়েছে। বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ০৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে। বোরো ধানের ( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক শুধুমাত্র ০২ কেজি হাইব্রিড ধানের বীজ পাবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত