শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ২৪ কার্তিক ১৪৩১
শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা অনু্ষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৭:০০ PM
শ্রীমঙ্গলে মাদক নির্মূল, চুরি-ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া এবং বাল্যবিবাহ রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর ইউনিয়নের ভিমসী বাবুর বাজারে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীমঙ্গল থানার অফিসার  ইনচার্জ (ওসি)  মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মো. আমিনুল ইসলাম সেলিম, ভুনবীর ইউনিয়ন বিট অফিসার এসআই মো. শহিদুল ইসলাম, কৃষক লীগ নেতা বদরুল আলম শিপলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান। যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত