মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
মতিঝিলে ব্যাংকের স্টাফ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৫ PM
রাজধানীর মতিঝিলে শিল্প ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়ার খবর আসলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটি পায়নি। আশপাশের লোকজন আগুন নিভিয়ে বাসটি সরিয়ে ফেলেছে বলে জানা গেছে।’

মতিঝিল থানার পরিদর্শক (পেট্রোল) মো. বেলাল হোসেন বলেন, ‘শিল্প ব্যাংকের একটি স্টাফ বাস বাংলাদেশ ব্যাংকে পেছনে দাঁড়ানো ছিল। এরপর আগুন দেওয়া হয়। আগুনে বাসের সিট পুড়েছে।’ এছাড়া আর কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত