উৎসাহ উদ্দিপনা, ভাব গাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইল মানবিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে নড়াইল জেলা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে নড়াইল জেলা কার্যনির্বাহী পরিষদের সংগ্রামী সভাপতি কাজী মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি সৈয়দ আবিদুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল মানবিক পরিষদের নড়াইল জেলা কমিটির উপদেষ্টা মিয়া মোঃ মোরশেদুল আলম, কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ সাহেবুজ্জামান সাহেব, সাবেক সেনা সদস্য মোঃ ফেরদৌস মোল্লা, নড়াইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনূর মুন্সি, নড়াইল মানবিক পরিষদের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় কেক কাটা ও অসহায়দের মাঝে কম্বল এবং টিউবওয়েল বিতরণ করা হয়।