বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজার নিয়ে ‘ইত্যাদি’র গান লিখলেন মনিরুজ্জামান পলাশ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১:৫১ PM
দেশের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। যার নির্মাতা এদেশের স্বনামধন্য উপস্থাপক হানিফ সংকেত।

ইত্যাদি অনুষ্ঠানটি এখন দেশের বিভিন্ন জেলায় এবং ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানটি এবার চিত্রায়িত হয়েছে চায়ের রাজধানীখ্যাত নৈসর্গিক জেলা মৌলভীবাজার।

অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী ইত্যাদি যে জেলায় অনুষ্ঠিত হয় তার ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি থিমসং পরিবেশিত হয়ে থাকে। এবারের ইত্যাদি অনুষ্ঠানের জন্য থিমসং লিখেছেন কবি ও চিত্রশিল্পী মনিরুজ্জামান পলাশ।

তিনি এখন নিয়মিতই ইত্যাদির জন্য গান লিখছেন। ইত্যাদি ছাড়াও মনিরুজ্জামান পলাশের লেখা গান দেশের নবীন-প্রবীণ শিল্পী নিয়মিত করছে বেতার ও টেলিশিনে।

মনিরুজ্জামান পলাশ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। তিনি গীতিকবিতার জন্য এরই মধ্যে তিনবার অর্জন করেছেন ডেইলি স্টার-স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রবর্তিত সেলিব্রেটি লাইফ পুরস্কার।

ফাগুণ অডিও ভিশন নির্মিত ইত্যাদি অনুষ্ঠানটি আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত