বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
অভিযোগ পেলেই নিচ্ছেন ব্যবস্থা
গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের সেবার মান বাড়ছে
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৩:৪৪ PM
গাজীপুর পরিবেশ অধিদপ্তর এর সেবা আগের চেয়ে বেগবান হয়েছে। পরিবেশ সংক্রান্ত যেকোনো বিষয়ে তথ্য দিলে বা অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করছেন বর্তমান উপ পরিচালক নয়ন মিয়া। উপ পরিচালক এর পাশাপাশি অফিসের সকল কর্মকর্তারা ভোগান্তেহীন সেবা দিচ্ছেন গ্রাহকদের। পরিবেশগত ছাড়পত্রের ব্যাপারে অনলাইন আবেদনের পরে খুব তাড়াতাড়ি ছাড়পত্রের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবেশ দূষণ হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকায় ইতিমধ্যেই অনেক ফ্যাক্টরি ছাড়পত্র পেয়ে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কে ধন্যবাদ জানিয়েছেন। 

কয়েকজন ফ্যাক্টরি প্রতিনিধি সাংবাদিকদের বলেন, আগের চেয়ে বর্তমান পরিবেশ অধিদপ্তর এর কার্যালয় সকল কর্মকর্তাদের ব্যবহার অত্যন্ত ভালো। সেক্টরের ছাড়পত্রের ব্যাপারে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করেছে। বর্তমান উপপরিচালক নয়ন মিয়ার কক্ষে অনুমতি ছাড়াই সকল প্রকার লোকই যাতায়াত করতে পারে। এখন ভোগান্তিহীন  পরিবেশে সেবা পাচ্ছি আমরা। 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, পরিবেশ সংক্রান্ত যেকোনো ধরনের সেবা অনলাইনের মাধ্যমে দেয়া হচ্ছে। আগের তুলনায় অফিসে, লোকজনের আসা-যাওয়া খুবই কম। যার কারণে সেবা আগের চেয়ে বেগবান হয়েছে। ছাড়পত্র আবেদন থেকে শুরু করে ছাড়পত্র হাতে পা পর্যন্ত সবই এখন অনলাইন সিস্টেমে। যাতে করে সাধারণ গ্রহীতাদের ভোগান্তি লাঘোবে  এসেছে। সকল সেবা গ্রহীতাদের সেবা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। এছাড়াও পরিবেশের ছাড়পত্র বা পরিবেশ সম্পর্কে যেকোনো ধরনের বিষয়ে জানতে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার আহবান জানান কর্মকর্তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত