মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় স্বপ্নার লাশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:২০ PM
চাঁপাইনবাবগঞ্জের মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি স্বপ্না আক্তার জেসমিনের (৩২)। সুদের টাকা লেনদেনের জেরে তাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার(৮জানুয়ারী) থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

নিহত স্বপ্না আক্তার জেসমিন চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার আলীনগর এলাকার বাসিন্দা মো. কুতুব উদ্দিনের (৪০) স্ত্রী। এই দম্পতির ৬ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে।

গত ৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকার মাঠে আগুনে দগ্ধ অবস্থায় স্বপ্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জানুয়ারি স্বপ্নার বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

মামলায় গ্রেপ্তার চারজন হলেন- শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা। তারা একই এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হলে ১৬৪ ধারায় শরিফুল ইসলাম হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে চার জনেকই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার থেকে পাঁচ বছর আগে শরিফুল ইসলাম তার বোন স্বপ্নার কাছ থেকে এক লাখ আট হাজার টাকা ঋণ নেন। ওই টাকা স্বপ্না কয়েকবার ফেরত চাইলে তা দিতে টালবাহানা শুরু করেন শরিফুল। গত ৬ জানুয়ারি স্বপ্নাকে মোবাইল ফোনে কল দিয়ে শরিফুল তার বাড়িতে পাওনা টাকা নিতে আসতে বলেন। তার কথা মতো স্বপ্না শরিফুলের বাড়ি গিয়ে দেখেন তিনি ছিলেন না। এরপর তিনি আরেক প্রতিবেশীর বাড়িতে শরিফুলের জন্য অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে সন্ধ্যা হলে স্বপ্নাকে আবারও ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন।

এ সময় শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩-৪ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে। এরপর স্বপ্না চিৎকার দিলে তার গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গোপন করার উদ্দেশ্যে মরাদেহের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নির্বাচনের আগের রাতে শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপ্না আক্তার জেসমিনকে কুপিয়ে হত্যা করে। মামলার মূল আসামি হত্যাকান্ডে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত