শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কিছু অনিয়মের অভিযোগ থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জাপান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৮:২৮ PM
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, কিছু অনিয়মের অভিযোগ ছাড়া বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকায় জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও, জাপান স্বাগত জানায় যে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে একটি পর্যবেক্ষকদল নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এ দলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞও ছিলেন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে পরিচালিত হয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে। তবে, নির্বাচনের আগে হতাহতসহ কিছু সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাপান।

বিবৃতিতে আরও বলা হয়, জাপান আশা করে যে, দেশটির কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও অগ্রগতি অর্জন করবে।

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আশা প্রকাশ করেছে জাপান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত