শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
টাঙ্গাইলে ১৫শ রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:২৫ PM
টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়।  

এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রি ওষুধও দেয়া হয়। পাশাপাশি ১৫০টি চশমা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে। 

চিকিৎসা নিতে আসা মঞ্জু মিয়া বলেন, বিনামূল্যে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছি। আমার গ্যাস্ট্রিক ও মাথা ব্যথার সমস্যা নিয়ে এসেছি। এখানারকার ডাক্তার অনেক যন্তসহকারে দেখছেন। পরে বিনামূল্য ওধুষও পেয়েছি। 
চিকিৎসা সেবা নেয়া আরেক রোগী লিজা বলেন, অন্য একজনের মাধ্যমে শুনতে পেয়ে চিকিৎসা সেবা দিতে এসেছি। উনাদের ব্যবহার খুবই ভালো। মাঝে মধ্যে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে আমাদের অনেক উপকৃত হতো।

আরিফুর বলেন, এখানে পরিবেশ ও মান দুটোই ভালো। সবাই সুশৃঙ্খলভাবে সেবা নিয়েছে। এমন আয়োজন করায় বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ জানাই। 

১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হয়েছে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুর রহমানসহ সেনাবাহিনীর কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত