শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
মা‌টিরাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ‌১
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:২০ PM
খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় মোটরসাইকেল ও যাত্রীবাহী শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। 

শনিবার (১২ জুলাই ) সকাল নয়টার দিকে মা‌টিরাঙ্গা সেনা জোন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দিনো বালা ত্রিপুরা (৪৮) গুইমারা উপজেলার আরবাড়ি গ্রামের নগোরাম ত্রিপুরার স্ত্রী। আহত ব্যক্তিরা একই এলাকার বা‌শিমহন ত্রিপুরার ছে‌লে।

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব ১১-০২২৩) পাহাড় উঠার সময় টমটম রিক্সাকে পাশ কাটিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীসহ সড়কে ছিটকে পড়ে যায়। 

স্হানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিনোবালাকে মৃত ঘোষণা করেন এবং আহত মোটরসাইকেল ড্রাইভার শ্যামল বিকাশ ত্রিপুরা, যাত্রী অপুল ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর পরই বাস চালক পলাতক রয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই গ্রামের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান তি‌নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত