চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তলসহ এনামুল হক (৫৬) নামে একজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী এনামুল শাহবাজপুর ইউনিয়নের উপর চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত কায়েস উদ্দিনের ছেলে এনামুল হক (৫৬)। পূর্বেও তার নামে অস্ত্র মামলা রয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনামুল হকের বাড়িতে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২১ রাউন্ড গুলি পাওয়া যায়।
শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর এনামুল হককে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।